সৌদির পথে প্রধানমন্ত্রী

ইসলামিক দেশগুলোর জোট ওআইসির চতুর্দশ সম্মেলনে যোগ দিতে জাপান থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

- Advertisement -

শুক্রবার(৩১ মে) স্থানীয় সময় সাড়ে ৯টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টা) প্রধানমন্ত্রী তাঁর সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে জেদ্দার উদ্দেশে টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

- Advertisement -google news follower

জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তোশিকো আবে ও জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাবা ফাতিমা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

বাংলাদেশ বিমানের ফ্লাইটটি শুক্রবার সৌদি আরবের স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টায় জেদ্দার বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। সেখান থেকে প্রধানমন্ত্রী ওআইসি সম্মেলনে যোগ দিতে মক্কা যাবেন।

- Advertisement -islamibank

এর আগে বৃহস্পতিবার (৩০ মে) টোকিওতে ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দেন শেখ হাসিনা। সম্মেলনে মূল প্রবন্ধে বাণিজ্য যুদ্ধের উত্তেজনা প্রশমিত করে এশীয় দেশগুলো কিভাবে ঐক্যবদ্ধভাবে সমৃদ্ধির পথে অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারে, সেই পথ খোঁজার আহ্বান জানান তিনি।

শুক্রবার রাতে মক্কায় ওআইসি সম্মেলনে যোগ দেওয়ার পর শনিবার (১ জুন)ওমরাহ পালন করবেন প্রধানমন্ত্রী। এরপর রোববার (২ জুন) মদিনায় হযরত মোহাম্মদ (স.) এর রওজা জিয়ারত করবেন।

সেখান থেকে সোমবার (৩ জুন) ভোরে ফিনল্যান্ডের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর। ফিনল্যান্ড সফর শেষে ৮ জুন দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM