আজ রমজানের শেষ শুক্রবার। দিনটি মুসলিম উম্মাহর কাছে জুমাতুল বিদা নামে পরিচিত। ইবাদত বন্দেগি ও জিকির-আজকারের মাধ্যমে দিবসটি পালন করেন মুসলমানরা। এ দিন জুমার নামাজ শেষে মহান আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনা করেন মুসল্লিরা।
জুমার দিনটিকে সাপ্তাহিক ঈদ হিসেবে গণ্য করা হয়। এই দিনের ফযিলত ও মর্তবা অনেক বেশি। অন্যান্য দেশের মতো বাংলাদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা ধর্মীয় ভাবগাম্ভীর্যে দিনটি পালন করছে।
এ উপলক্ষে শুক্রবার (৩১ মে) নগরের জমিয়াতুল ফালাহ মসজিদ, আন্দরকিল্লা শাহী জামে মসজিদসহ মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল নামে। দেশ ও জাতির মঙ্গল কামনায় করা হয় বিশেষ মোনাজাত।
জয়নিউজ/পলাশ/আরসি