খোদ কলকাতার বুক থেকে উদ্ধার হল এক সিংহ শাবকসহ বিরল প্রজাতির ৩টি বানর। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।তাদের জিজ্ঞাসাবাদ করে হদিশ মিলছে আন্তর্জাতিক পশুপাচার চক্রেরও।
শুক্রবার (৩১ মে) রাত ২টা নাগাদ ওয়ার্ল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ও রাজ্য বনদপ্তর এগুলিকে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার করে।
একটি গাড়িতে করে ওই পশুগুলো পাচার করা হচ্ছিল বলে জানা গেছে। এ সময় জব্দ করা হয় পাচারকাজে ব্যবহৃত গাড়িটি।
বনদপ্তর সূত্রে জানা গেছে,বাংলাদেশ থেকে বনগাঁ হয়ে কলকাতায় নিয়ে আসা হয় পশুগুলি।ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়,এ পশুগুলো নিয়ে যাওয়া হচ্ছিল মুম্বাইয়ে।
বেশ কিছুদিন ধরে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোলব্যুরো ও বনদপ্তরের ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল সেল এর কাছে খবর আসছিল যে একটি বড় চালান আসতে চলেছে বাংলাদেশ থেকে। তা এদেশে আসবে বনগাঁ বর্ডার হয়ে। প্রাপ্ত খবরে গাড়িটিতে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির মধ্যে রাখা ব্যাগ থেকে সিংহশাবক ও তিনটি বিরল প্রজাতির বানর উদ্ধার করা হয়।
জয়নিউজ/হিমেল/আরসি