মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পুনর্নিরীক্ষণে ফলাফল পরিবর্তন হয়েছে ৪৯২ জন শিক্ষার্থীর।
শনিবার (১ মে) চট্টগ্রাম বোর্ডের এসএসসির পুনর্নিরীক্ষণে ফলাফল ঘোষণা করা হয়।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হাসান জয়নিউজকে বলেন, পুনর্নিরীক্ষণে ফলাফল পরিবর্তন হয়েছে ৪৯২ জন শিক্ষার্থীর। এর মধ্যে ফেল থেকে পাস করেছে ৮০ জন এবং গ্রেড পরিবর্তন হয়েছে ৩৯৮ জনের।
অনুত্তীর্ণদের মধ্যে যারা পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন, তাদের ১৪ জনের ফলে কোনো পরিবর্তন আসেনি।
৬ মে ঘোষিত ফলাফলে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এসএসসিতে ৭৮ দশমিক ১১ শতাংশ পাশ করেছিল। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছিল সাত হাজার ৩৯৩জন।
এবারের এসএসসির ১৯ হাজার ১৮৩জন পরীক্ষার্থী ৪৪ হাজার ২৯৭টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেন।
২০১৮ সালে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের এসএসসির ফল পুনর্নিরীক্ষণে ৫২৯ জনের ফল পরিবর্তন হয়েছিল।