সোনিয়া গান্ধী কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন

ভারতের কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন সোনিয়া গান্ধী। দলের নব নির্বাচিত সাংসদদের এক বৈঠকে চেয়ারপারসন হিসেবে তার নাম চূড়ান্ত হয়। তিনিই ঠিক করবেন সংসদে কংগ্রেসের দলনেতা কে হবেন।

- Advertisement -

দলের বৈঠকে সোনিয়ার নাম প্রস্তাব করেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। দলের নেতারা সেই প্রস্তাবে রাজি হয়ে যান। মনমোহন গত ৫ বছর এই দায়িত্ব সামলেছেন কর্নাটকের নেতা মল্লিকার্জুন খাড়গে। এবার তিনিও জিততে পারেননি।

- Advertisement -google news follower

তবে নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হলেও এবারও কংগ্রেসের বিরোধী দলনেতার পদ পাওয়া নিয়ে সংশয় আছে। যে পরিমাণ আসন পেলে বিরোধী দলনেতার পদ পাওয়া যায় তার থেকে কংগ্রেসের তিনটি আসন কম রয়েছে। গতবার কংগ্রেসের সাংসদের সংখ্যা ছিল ৪৪। আর তাই তারা বিরোধী দলনেতার পদ পায়নি। এবারও পরিস্থিতি প্রায় সেরকমই।

জয়নিউজ/পলাশ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM