চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাজী শাহজাহান জুয়েল আবার আলোচনায়। দলের অন্য নেতাদের না জানিয়েই আয়োজন করলেন কর্মসূচি, যে কর্মসূচির কথা খোদ দক্ষিণ জেলার সভাপতিই জানতেন না!
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে গত বছর বহিষ্কার হয়েছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাজী শাহজাহান জুয়েল। সম্প্রতি তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দল। দলে ফিরে তিনি পটিয়াতে কর্মসূচি পালন না করে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজন করেন দলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা ।
তিনি দক্ষিণ জেলা বিএনপির ব্যানারে আলোচনা সভার আয়োজন করলেও ছিলেন না কোন কেন্দ্রীয় নেতা কিংবা দক্ষিণ জেলার কোন নেতা। দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর সাথে জয়নিউজ থেকে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে মন্তব্য করেন।
উল্লেখ্য, বিএনপির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দক্ষিণ জেলা বিএনপি নগরীর দোস্ত বিল্ডিং কার্যালয়, নতুন ব্রিজ, বাঁশখালী, পটিয়াসহ বিভিন্ন জায়গায় কর্মসূচি আয়োজন করেছে।
গাজী শাহজাহান জুয়েলের বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টিও অনেক নেতার অজানা। তবে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম জয়নিউজকে শাহজাহান জুয়েলের বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন, উনার বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়েছে এবং তিনি সাধারণ সম্পাদক পদে বহাল আছেন।
এ ব্যাপারে দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল হক জয়নিউজকে বলেন, ১ সেপ্টেম্বর আমাদের সভাপতি ও সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আমরা দক্ষিণ জেলার কর্মসূচি উদযাপন করেছি। শাহজাহান জুয়েল সারা বছর থাকেন কানাডা। আন্দোলনে নেই, সংগ্রামে নেই। হুট করে এসে দক্ষিণ জেলার ব্যানার ব্যবহার করলেতো আর হবে না। দলের নেতাকর্মী এবং এলাকার মানুষের সাথে সম্পর্ক থাকতে হবে।
এ ব্যাপারে শাহজাহান জুয়েলের সাথে কথা চলতে চেয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলেও সংযোগ পাওয়া যায়নি। তার ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম গাড়িতে আছেন এবং পরে কথা বলবেন বলে লাইন কেটে দেন।