কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মুফিজুর রহমান (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
রোববার (২ জুন) রাত দেড়টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত মুফিজুর ওই এলাকার গোলাম আকবরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, মুফিজুরকে আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে ইয়াবা উদ্ধারে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মুফিজুরের সহযোগীরা গুলি ছোঁড়ে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। ঘটনাস্থলে মুফিজুর গুলিবিদ্ধ হয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে ৪টি দেশীয় এলজি, ৯ রাউন্ড তাজা গুলি, ১৩ রাউন্ড খালি খোসা ও ৩ হাজার ইয়াবা উদ্ধার করে পুুলিশ। নিহত মুফিজ একজন অস্ত্রধারী ও তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ ৭টি মামলা রয়েছে।
এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও তিনি জানান।
মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
জয়নিউজ/আরসি