নিরাপত্তা চাদরে ঢাকা থাকবে ঈদ জামাত: মেয়র নাছির

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ব্যবস্থাপনায় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠসহ নগরের ৪১টি ওয়ার্ডে ১৬৪টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সোমবার (৩ জুন) বেলা ১২টায় নগরের প্রধান ঈদ জামাতস্থল জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

- Advertisement -

এ সময় তিনি ঈদ জামাতের প্যান্ডেল, আলোবাতি ও ফ্যানের ব্যবস্থাপনাসহ যাবতীয় বিষয় খতিয়ে দেখেন এবং প্রয়োজনীয় দিকনিদের্শনা দেন।

- Advertisement -google news follower

পরে তিনি সংবাদ মাধ্যমকে বলেন, এখানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের ৪১টা ওয়ার্ডে প্রতিটা কাউন্সিলরের তত্ত্বাবধানে ১৬৪টা ঈদ জামাত হবে। ঈদ জামাতস্থল পুরোপুরিভাবে নিরাপত্তা চাদরে ঢাকা থাকবে। পুরো এলাকা ২১টি সিসিটিভির আওতায় আনা হবে।

এ সময় মেয়র নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।

- Advertisement -islamibank

কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিন, শৈবাল দাশ সুমনসহ চসিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে পবিত্র ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাত সকাল ৮টায় জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে। একইস্থানে দ্বিতীয় জামাত হবে সকাল ৯টায়।

জয়নিউজ/পার্থ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM