বয়সভিত্তিক জাতীয় মহিলা দলের অন্যতম সেরা খেলোয়াড় ফিফার র্যাংকিংয়ে সেরা ৫ গোলদাতার একজন মনিকা চাকমাসহ ফুটবলকন্যা আনুচিং মগিনী ও আনাই মগিনীর গণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ জুন) সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা শহরের অফিসার্স ক্লাবের হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গণ সংবর্ধনার আগে জেলার জিরো মাইল থেকে তিন ফুটবলকন্যাকে মোটর শোভাযাত্রার মাধ্যমে অফিসার্স ক্লাবে নিয়ে আসা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার।
প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী নারীদের এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন। খাগড়াছড়ির এই তিন কন্যা সুনাম অর্জন করেছেন সারাবিশ্বে। আশা করি, খাগড়াছড়িতে খেলার ক্যাম্প তৈরি করলে মনিকা চাকমার মতো আরো অনেক মেয়ে ফুটবলার বেরিয়ে আসবে।
বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক, ডিজিএফআই ডেট কমান্ডার কর্নেল নাজিম উদ্দিন, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, পুলিশ সুপার মো. আহমার উজ্জামান, পৌর মেয়র রফিকুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান শানে আলম।
জয়নিউজ/সবুজ/আরসি