প্রথম ম্যাচে জিতে বেশ ফুরফুরে অবস্থায় আছে ফেভারিট স্বাগতিক ইংল্যান্ড। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে বাজে হারের পর দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করার আমন্ত্রণ পেয়েছে পাকিস্তান।
সোমবার (৩ জুন) নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে বিকাল সাড়ে তিনটায় শুরু হয়েছে ম্যাচটি।
প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল ইংলিশরা। আর উইন্ডিজের কাছে ৭ উইকেটে হেরে বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল পাকিস্তান।
টানা একাদশ হারের পর এবার ঘুরে দাঁড়াতে চাইবে পাকিস্তান। যদিও তাদের কাজটি কঠিন করে দেবে দুর্দান্ত ফর্মে থাকা ইংলিশ ব্যাটিং-বোলিং লাইনআপ।
বিশ্বকাপে হেড টু হেড মোট ম্যাচ: ৯টি, ইংল্যান্ড জয়ী: ৪টি। পাকিস্তান জয়ী: ৪টি। পরিত্যক্ত: ১টি।
মুখোমুখি মোট ম্যাচ: ৮২টি। ইংল্যান্ড জয়ী: ৪৯টি। পাকিস্তান জয়ী: ৩১টি। ড্র: ০টি ম্যাচ পরিত্যক্ত: ২টি।
ইংল্যান্ড একাদশ
ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলি, জনি বেয়ারস্টো, জস বাটলার, জোফরা আর্চার, আদিল রশিদ, জো রুট, জ্যাসন রয়, বেন স্টোকস, ক্রিস ওকস, মার্ক উড।
পাকিস্তান একাদশ
সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), ইমাম-উল-হক, বাবর আজম, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক ,হাসান আলী, শাদাব খান, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, আসিফ আলী।
জয়নিউজ/পার্থ /আরসি