বিশ্বকাপের স্মারক ডাকটিকিট প্রকাশ

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে ১০ টাকা মূল্যের দুটি স্মারক ডাকটিকিট, ৪০ টাকা মূল্যের একটি স্যুভেনির শিট প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ।

- Advertisement -

সোমবার (৩ জুন) সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রী মোস্তাফা জব্বার স্মারক ডাকটিকিট, স্যুভেনির শিট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ড অবমুক্ত করেন।

- Advertisement -google news follower

এসময় মন্ত্রী বলেন, ক্রিকেট বিশ্বকাপ-২০১৯ উপলক্ষে প্রকাশিত স্মারক ডাকটিকিট অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি উদ্যোগ। ক্রিকেট বিশ্বকাপ বাংলাদেশের জন্য একটি বড় অহংকারের জায়গা।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ আজ শুধু উন্নয়নের বাংলাদেশই নয়, দেশের ক্রীড়াঙ্গনে তার আন্তরিক পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের সোনার ছেলেরা আজ ক্রিকেট বিশ্বকাপেও বাঙালির বীরত্বগাঁথার গল্প রচনা করছে। বাঙালি জাতির জন্য এই অর্জন অত্যন্ত গৌরবের এবং সম্মানের উল্লেখ করেন মন্ত্রী।

জয়নিউজ/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM