মিয়ানমারে আটক রয়টার্সের দুই সাংবাদিকের ৭ বছর করে কারাদণ্ড হয়েছে।
রোহিঙ্গা নিপীড়নের তথ্য সংগ্রহের সময় দেশটির সেনাবাহিনীর হাতে আটক হওয়া রয়টার্সের দুই সাংবাদিক ওয়া লোন ও কিয়াও সো ওরকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।
রাষ্ট্রীয় গোপনীয়তা আইনের মামলায় দু’জনকে দোষী সাব্যস্ত করে সোমবার (৩ সেপ্টেম্বর) এ রায় ঘোষণা করা হয়। যদিও ওয়া লোন ও কিয়াও সো ওর প্রথম থেকেই তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে আসছেন।
মিয়ানমারের আদালতের এই রায়ের প্রতিক্রিয়ায় রয়টার্সের এডিটর-ইন-চিফ স্টিফেন জে অ্যাডলার বলেন, আজকের দিনটি যে কোনো স্থানের সংবাদমাধ্যমের জন্য দুঃখজনক দিন। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ছাড়াও সংবাদমাধ্যমের স্বাধীনতা বিষয়ক বিভিন্ন পরামর্শক ও সংস্থা এই সাংবাদিকদের বেকসুর খালাস দাবি করে আসছিল।
জয়নিউজ/আরসি