উল্টোপথে যাওয়ায় টাঙ্গাইলে এক ম্যাজিস্ট্রেটের গাড়িতে আগুন দিয়েছেন সড়কে যানজটে আটকে পড়া যাত্রীরা।
মঙ্গলবার (৪ জুন) বেলা ১২টার দিকে জেলার কালিহাতী উপজেলায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পুলিশ ও এলাকাবাসী ঘটনার পরপরই আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
জানা যায়, ভোর থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট লেগে ছিল। এ অবস্থায় দুপুরে টাঙ্গাইলের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামানের গাড়ি উল্টো পাশ দিয়ে যাওয়ার সময় যাত্রীরা তাকে থামিয়ে তার গাড়িতে আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ ও এলাকাবাসী গিয়ে বালতি ভরে পানি নিয়ে আগুন নেভায়। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।