১৪৪০ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। অর্থাৎ বুধবার (৫ জুন) সারা দেশে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হবে।
মঙ্গলবার (৪ জুন) রাত ১১টার দিকে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
সভায় সভাপতিত্ব করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আবদুল্লাহ।
তবে মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির প্রথম বৈঠকে জানানো হয়েছিল দেশের কোথাও চাঁদ দেখা যায়নি। ফলে বৃহস্পতিবার সারা দেশে ঈদ-উল-ফিতর উদযাপিত হবে। তবে ভারত ও পাকিস্তানে মঙ্গলবার চাঁদ দেখা যাওয়ায় সেখানে ঈদ উদযাপিত হবে বুধবার।