পুডিংয়ের নাম শুনলেই মনে পড়ে মিষ্টি স্বাদের কথা। কিন্তু পুডিং হতে পারে কমলার মতো টক-মিষ্টি স্বাদেরও! আর এই মজার খাবারটি তৈরি করে চমকে দিতে পারেন প্রিয়জনকে। চলুন রেসিপি শিখে নিই।
উপকরণ
কনডেন্সড মিল্ক ১ টিন, কমলা বা মালটার রস দেড় কাপ, ডিম ৪টি, ক্যারামেলের জন্য চিনি ৩ টেবিল চামচ।
প্রণালি
যে পাত্রে পুডিং তৈরি করবেন তাতে চিনি নিয়ে চুলায় হালকা আঁচে পাত্রটি ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেল তৈরি করে নিন। ক্যারামেল জমাট বাঁধা পর্যন্ত অপেক্ষা করুন। অন্য একটা বড় বাটিতে ডিম ফেটিয়ে এর মধ্যে কমলার রস ও কনডেন্সড মিল্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটা ছেঁকে নিন। পুডিংয়ের পাত্রে ক্যারামেলের ওপর মিশ্রণটা ঢেলে দিন। বড় একটা সমতল কড়াই বা হাঁড়িতে অল্প পানি নিন। এবার পুডিংয়ের পাত্রটি বসিয়ে ঢেকে চুলায় আঁচ দিয়ে দিন।
জেয়নিউজ/পলাশ