জঙ্গিবাদে জড়িয়ে পড়ার অভিযোগে মোমেনা সোমা নামে এক বাংলাদেশি তরুণীকে ৪২ বছরের কারাদণ্ড দিয়েছেন অস্ট্রেলিয়ার আদালত। এক ব্যক্তিকে হত্যা প্রচেষ্টার দায়ে বুধবার (৫ জুন) তাকে এ সাজা দেওয়া হয়।
আদালতে নিজের দোষ স্বীকার করেন সোমা।
বাংলাদেশ থেকে পড়াশুনা করার জন্য গত বছর অস্ট্রেলিয়া যান সোমা। কিন্তু সেখানে যাওয়ার ৯ দিন পর নিউ সাউথ ওয়েলসে রজার সিংগারাভেলু নামের এক ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে ছুরি নিয়ে হামলা চালান তিনি। পরে সোমাকে গ্রেপ্তার করে পুলিশ। আহত হলেও প্রাণে বেঁচে যান রজার।
অস্ট্রেলিয়ায় সোমা ওই হামলা চালানোর পর ঢাকার মিরপুরে তার বাড়িতে অভিযান চালায় কাউন্টার টেররিজম ইউনিট।
জয়নিউজ/আরসি