বঙ্গবন্ধু মেডিকেলে পেট্রোল বোমা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভেতরে একটি পেট্রোল বোমা পাওয়া গেছে।

- Advertisement -

বৃহস্পতিবার (৬ জুন) খবর পেয়ে প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারের কক্ষের সামনে থেকে পেট্রোল বোমাটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।

- Advertisement -google news follower

হাসপাতালের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রেজিস্ট্রারের কক্ষের সামনে পেট্রোল ভরা বোতল দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। তারপর পুলিশ এসে তা নিয়ে যায়।

পেট্রোল বোমা কিভাবে সেখানে গেল, তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন শাহবাগ থানার ওসি মো. আবুল হাসান।

- Advertisement -islamibank

এই পেট্রোল বোমা উদ্ধারের পর জানা গেছে, দু’দিন আগে রেজিস্ট্রার আবদুল হান্নানের কক্ষের সামনে আগুনও ধরানো হয়েছিল।

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন। এরমধ্যেই এই পেট্রোল বোমা উদ্ধার ও আগুন লাগানোর ঘটনা ঘটল।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কমল কান্তি বড়ুয়া বলেন, দু’দিন আগেও ওই কক্ষের সামনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। আমরা মনে করি, আমাদেরকে ভয় দেখানোর জন্য কেউ এটা করছে।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM