ব্রেক্সিট ইস্যুতে ব্যর্থতার দায় নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে তাঁর নিজ দল কনজারভেটিভ পার্টির নেতৃত্ব থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ালেন। তবে উত্তরসূরী খুঁজে না পাওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী পদে বহাল থাকছেন।
জুলাইয়ের শেষ নাগাদ নতুন নেতা নির্বাচন করা হতে পারে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসহ ১১ কনজারভেটিভ এমপিকে সম্ভাব্য তালিকায় রাখা হয়েছে।
দুই সপ্তাহ আগে মে ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে এক আবেগপূর্ণ বিবৃতিতে তাঁর বিদায়ের কথা জানান।
ব্রেক্সিট অর্থাৎ ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের ব্যাপারে তাঁর নতুন পরিকল্পনা মন্ত্রিসভায় ও পার্লামেন্টে অনুমোদিত হবে না- এটা স্পষ্ট হওয়ার পরই তিনি পদত্যাগের ঘোষণা দেন।
জয়নিউজ/আরসি