বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রশাসনিক ভবনে পেট্রোল বোমা পাওয়ার নেপথ্যে ‘উপরের মহলের নীল নকশা’ দেখছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।
শুক্রবার (৭ জুন) এক সংবাদ সম্মেলনে বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, বিএসএমএমইউতে যেখানে নিশ্ছিদ্র নিরাপত্তার বেষ্টনী তৈরি করা হয়েছে, সেখানে পেট্রোল বোমা গেল কেমন করে!
ঈদের পরদিন অর্থাৎ বৃহস্পতিবার (৬ জুন) বঙ্গবন্ধু মেডিকেলের প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় রেজিস্ট্রারের কক্ষের সামনে থেকে শাহবাগ পুলিশ একটি পেট্রোল বোমা উদ্ধার করে।
সংবাদ সম্মেলন থেকে দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করার দাবি জানানো হয়।
রিজভী বলেন, খবরটি পাওয়ার পর সবাই চমকে উঠেছে, হতবাক হয়েছেন। কারণ সেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আছেন।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, শ্রমিক দলের নেতা মোস্তাফিকুল করীম মজুমদার, ছাত্রদল নেতা আবদুস সাত্তার পাটোয়ারি উপস্থিত ছিলেন।
জয়নিউজ/আরসি