টেকনাফে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টেকনাফে একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে ৩ রোহিঙ্গা নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

- Advertisement -

শুক্রবার (৭ জুন) বেলা দেড়টার দিকে বাঘগোনা এলাকায় মেরিন ড্রাইভ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস জয়নিউজকে বলেন, নিহত ৩ যাত্রী হলেন, নুর মোহাম্মদ (৩৫), মোহাম্মদ জোবায়ের (৩৫) ও মোহাম্মদ ইদ্রিস (২৫)। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আহত নুরুল ইসলাম নামের এক রোহিঙ্গা যাত্রী বলেন, মিনি ট্রাকের হতাহত সব যাত্রী রোহিঙ্গা। তারা উখিয়ার বালুখালি রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা। ঈদের ঘোরাঘুরির জন্য তারা মিনি ট্রাক ভাড়া করে টেকনাফে আসছিলেন।

- Advertisement -islamibank

মিনি ট্রাকে ২০ জন যাত্রী ছিলেন। বাঘগোনা এলাকায় এসে পৌঁছালে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারালে মিনি ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায়। পরে পুলিশ ও স্থানীয় লোকজন হতাহত ব্যক্তিদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক টিটু চন্দ্রশীল বলেন, হাসপাতালে ৩ জনকে মৃত অবস্থায় আনা হয়। ১৫ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আর কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

জয়নিউজ/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM