চকরিয়ায় সরকারি হাসপাতাল থেকে একটি অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে উদ্ধারের চারদিন পার হলেও লাশের পরিচয় মেলেনি।
৩ জুন চকরিয়া থানা পুলিশ ওই লাশ উদ্ধার করে।
বর্তমানে লাশটি কক্সবাজার সদর হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, চকরিয়া সরকারি হাসপাতালে সংজ্ঞাহীন অবস্থায় কে বা কারা ওই লোকটিকে হাসপাতালে রেখে চলে যায়। পরে চিকিৎসারত অবস্থায় লোকটি মারা গেলে হাসপাতালে কর্মরত চিকিৎসকরা চকরিয়া থানা পুলিশকে খবর দেয়।
পুলিশ লাশটি থানায় নিয়ে যায়। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্ত করতে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ময়নাতদন্ত শেষে পরিচয় না পাওয়ায় লাশটি হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।
চকরিয়া থানার এসআই চম্পক বড়ুয়া জয়নিউজকে বলেন, লাশের গায়ে আঘাতের চিহ্ন দেখা গেছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।