ঈদের ছুটি শেষে সরকারি অফিস খুলছে রোববার (৯ জুন)। এবার ৪ থেকে ৮ জুন পর্যন্ত মোট পাঁচদিন ঈদের ছুটি কাটাচ্ছেন সরকারি চাকুরেরা। সেই হিসাবে শনিবার (৮ জুন) শেষ হচ্ছে ছুটি।
একমাস রোজা পালন শেষে বুধবার (৫ জুন) সারাদেশে মুসলমানদের সবেচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার (৪, ৫ ও ৬ জুন) ছিল ঈদুল ফিতরের ছুটি। এরপর শুক্র ও শনিবার ছিল সাপ্তাহিক ছুটির দিন।
গ্রামের বাড়িতে থাকা প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রেল, সড়ক ও নৌপথে নগর ছেড়েছেন অসংখ্য মানুষ। তাই নগর এখন ফাঁকা। মূলতঃ ঈদের পরেরদিন বৃহস্পতিবার থেকে আবার নগরে ফিরতে শুরু করেন তারা।
সংশ্লিষ্টরা মনে করছেন, রোববার অফিস খুললেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি থাকবে কম। ঈদের আমেজ থাকবে বিভিন্ন সরকারি অফিসে। পুরোদমে অফিস শুরু হতে আরও কয়েকদিন লাগবে।
জয়নিউজ/আরসি