বিরোধ নিষ্পত্তিতে আলোচনার আহ্বান: মোদিকে ইমরানের চিঠি

দ্বিপাক্ষিক সমস্ত বিরোধের নিষ্পত্তিতে ভারতের সঙ্গে আলোচনা চায় পাকিস্তান। এই আহ্বান জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ভারতীয় গণমাধ্যম এ খবর দিয়েছে।

- Advertisement -

সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের সঙ্গে সমস্ত দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত রেখেছে ভারত। এমনকি কিরগিজস্তানের রাজধানী বিসকেকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) এর আগামী শীর্ষসম্মেলনের অবকাশে দু’দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা ইতোমধ্যেই উড়িয়ে দিয়েছে নয়াদিল্লি। এর পরিপ্রেক্ষিতে ইমরানের এই চিঠি তাৎপর্যপূর্ণ।

- Advertisement -google news follower

দ্বিতীয়বার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় মোদিকে অভিনন্দন জানিয়েছেন ইমরান। একইসঙ্গে তিনি জানিয়েছেন, একমাত্র পারস্পরিক আলোচনার মাধ্যমেই দুই দেশের দারিদ্র্য দূর হতে পারে। একইসঙ্গে দক্ষিণ এশিয়ার উন্নয়নে দু’দেশকে হাতে হাত রেখে কাজ করতে হবে বলে মন্তব্য করেন ইমরান খান। পাকিস্তান কাশ্মীরসহ সমস্ত সমস্যার সমাধানে আন্তরিক বলেও জানিয়েছেন ইমরান।

উল্লেখ্য, পুলওয়ামা হামলার পর থেকে পাক-ভারত সম্পর্কের ক্রমশ অবনতি ঘটছে।

- Advertisement -islamibank

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM