চারদিক থেকে সমালোচনার তীর উড়ে আসছিল। এই সমালোচনাটা আর বাড়তে দিলেন না অ্যালিস্টার কুক। অফফর্মে থাকা ইংলিশ ওপেনার জানিয়ে দিলেন, ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শেষেই অবসরে যাবেন তিনি।
নিজের অবসরের ঘোষণায় দেশের হয়ে ৫৯টি টেস্ট অধিনায়কত্ব করা এই ক্রিকেটার বলেন, ‘আমার দেওয়ার মতো আর কিছু নেই।’ ইংল্যান্ডের হয়ে এই দীর্ঘ সময় খেলতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে।
২০০৬ সালে ইংল্যান্ডের হয়ে সাদা পোশাকে অভিষেক হয় কুকের। দেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি রানের মালিক হয়েই তিনি বিদায় নিচ্ছেন। সাদা পোশাকে তার নামের পাশে আছে ১৬০ টেস্টে ৩২ সেঞ্চুরিতে ১২,২৫৪ রান। যেখানে ওপেনার হিসেবেই তিনি করেছেন ১১,৬২৭ রান। যা একটি রেকর্ডও বটে।
২০১৪ সালে ওয়ানডে ও ২০০৯ সালে টি-২০ টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেন ৩৩ বছর বয়সী কুক।
এসআই/জয়নিউজ