সিএসইতে সূচকের সাথে কমেছে লেনদেনও 

জন্মাষ্টমীর সরকারি ছুটির পর সপ্তাহের প্রথম  কার্যদিবসে (সোমবার) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন ও সূচকের পরিবর্তন হয়েছে। গত সপ্তাহের শেষ কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেন ও সূচকের পরিমাণ।

- Advertisement -

দিনশেষে লেনদেন হয়েছে ২৯ কোটি ২৬ লাখ টাকার শেয়ার। যা আগের দিনের তুলনায় ৩৫ কোটি ২৫ লাখ টাকা কম। গত কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৬৪ কোটি ৫১ লাখ টাকা।

- Advertisement -google news follower

অন্যদিকে সিএসসিএক্স মূল্য সূচক ৩০ দশমিক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৪১৮ দশমিক ৯৭ পয়েন্টে। সার্বিক মূল্য সূচক সিএএসপিআই ৪০ দশমিক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ২০৩ দশমিক ৬৯ পয়েন্ট। সিএসআই সূচক ২ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩৮ দশমিক ৭২ পয়েন্টে অবস্থান করছে।

এ দিন ২২৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি শেয়ারের দর।

- Advertisement -islamibank

জয়নিউজ/জেডএইচ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM