জন্মাষ্টমীর সরকারি ছুটির পর সপ্তাহের প্রথম কার্যদিবসে (সোমবার) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন ও সূচকের পরিবর্তন হয়েছে। গত সপ্তাহের শেষ কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেন ও সূচকের পরিমাণ।
দিনশেষে লেনদেন হয়েছে ২৯ কোটি ২৬ লাখ টাকার শেয়ার। যা আগের দিনের তুলনায় ৩৫ কোটি ২৫ লাখ টাকা কম। গত কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৬৪ কোটি ৫১ লাখ টাকা।
অন্যদিকে সিএসসিএক্স মূল্য সূচক ৩০ দশমিক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৪১৮ দশমিক ৯৭ পয়েন্টে। সার্বিক মূল্য সূচক সিএএসপিআই ৪০ দশমিক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ২০৩ দশমিক ৬৯ পয়েন্ট। সিএসআই সূচক ২ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩৮ দশমিক ৭২ পয়েন্টে অবস্থান করছে।
এ দিন ২২৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি শেয়ারের দর।
জয়নিউজ/জেডএইচ