ইউএসটিসিতে নতুন উপাচার্য জাহাঙ্গীর আলম

নতুন উপাচার্য পেতে চলেছে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, চট্টগ্রামের (ইউএসটিসি)। নতুন উপাচার্য হিসেবে যোগ দেবেন চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

- Advertisement -

আগামী চার বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

- Advertisement -google news follower

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের উপ-সচিব জিন্নাত রেহানা স্বাক্ষরিত চিঠির মাধ্যমে ইউএসটিসির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।

২০১৪ সালের অক্টোবরে ইউএসটিসির উপাচার্য পদে যোগ দিয়েছিলেন অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া। প্রায় ৮-৯ মাস আগে তার মেয়াদ শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নুরুল আবছার ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

জয়নিউজ/পিপিএন/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM