দুই মাস আগে ভাঙা হলেও এখনো মেরামত শুরু হয়নি পেকুয়ার উজানটিয়া ইউনিয়নের প্রধান সড়কের কালভার্টটির। এ কারণে বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ। বেশিরভাগ সময় পানির নিচে পড়ে থাকে নির্মিত বিকল্প সড়কটিও। এ অবস্থায় বেড়েছে জনদুর্ভোগ।
উজানটিয়া ইউনিয়নের মালেকপাড়ার বাসিন্দা অ্যাডভোকেট মীর মোশরাফ হোছাইন টিটু ও নেওয়াজ শরীফ জানান, এ এস আলিম মাদ্রাসা সড়কের কালভার্টটি পুনর্নির্মাণের জন্য ভাঙা হয়েছে প্রায় দুইমাস আগে। মাদ্রাসার সহস্র ছাত্র-ছাত্রীসহ অন্তত দেড় হাজার লোক প্রতিদিন যাতায়াত করে এ সড়ক দিয়ে। যে বিকল্প সড়ক নির্মাণ করা হয়েছে সেটি বেশিরভাগ সময় পানির নিচে ডুবে থাকে। এ কারণে যানচলাচলের সুযোগ থাকে না। তারা জরুরি ভিত্তিতে কালভার্টটি মেরামতের দাবি জানান।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, উজানটিয়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ ওই সড়কের কালভার্ট না থাকায় ছাত্রছাত্রী এবং এলাকাবাসীর যাতায়াতে দুর্ভোগের শিকার হচ্ছে।
ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরী জয়নিউজকে বলেন, এলাকার জনদুর্ভোগ লাঘবে ঠিকাদারকে কাজ শুরু করার জন্য নির্দেশ দিয়েছি। আশা করি কয়েকদিনের মধ্যেই ঠিকাদার কাজ শুরু করবে।
পেকুয়া উপজেলা প্রকৌশলী মো. জাহেদুল আলম চৌধুরী জয়নিউজকে বলেন, দ্রুত কাজ শুরু করার জন্য কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদারকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।