সেন্ট্রাল মালির ডোগন ক্ষুদ্র নৃগোষ্ঠীর একটি গ্রামে হামলায় প্রায় ১০০ লোক নিহত হয়েছে। সন্দেহভাজন সন্ত্রাসীদের হামলা থেকে গ্রামটির মাত্র ৫০ জন লোক রক্ষা পেয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ১৯ জন। তাদের খোঁজে তল্লাশি চলছে।
সহিংসতা ঠেকাতে ওই অঞ্চলে বিমান সহায়তা পাঠিয়েছে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী। কর্তৃপক্ষ বলছে, মোবতি এলাকায় সানগা শহরের কাছে সোবামে গ্রামে এই হামলার ঘটনা ঘটেছে। ওই গ্রামটিতে মাত্র ৩০০ জনের মতো বাসিন্দা ছিল। তারা বলছে ৯৫ জনের লাশ পাওয়া গেছে। যাদের শরীরের বেশিরভাগ পোড়া ছিল। এখনো লাশ খোঁজা হচ্ছে। এখনো কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
মালিতে সম্প্রতি বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। এর কিছু গোষ্ঠীগত বিরোধে, কিছু উগ্রবাদীদের হামলা।
ডোগন শিকারি এবং সেমি নোমাডিক ফুলানি হার্ডার মধ্যে সংঘর্ষ সেখানে প্রায়ই ঘটে।
প্রাণে বেঁচে যাওয়া আমাদো টোগো নামের এক ব্যক্তি বলেছেন, ৫০ জনের মতো ভারি অস্ত্রসজ্জিত ব্যক্তি মোটরবাইক এবং পিকআপে করে আসে। তারা প্রথমে পুরো গ্রামটি ঘিরে ফেলে। পরে হামলা করে। যারা পালানোর চেষ্টা করেছে, তাকেই তারা হত্যা করেছে। কেউ রক্ষা পায়নি। নারী, শিশু, বৃদ্ধ-কেউ না।- বিবিসি
জয়নিউজ/আরসি