বাজেট অধিবেশন শুরু আজ, পেশ বৃহস্পতিবার

চলতি একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে মঙ্গলবার (১১ জুন)। বিকাল ৫টায় এই অধিবেশন শুরু হবে। এটা বর্তমান সংসদের তৃতীয় অধিবেশন।

- Advertisement -

বৃহস্পতিবার (১৩ জুন) সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থমন্ত্রী হিসেবে এটা তাঁর প্রথম বাজেট।

- Advertisement -google news follower

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ৩০ জুন বাজেট পাস হবে। এর আগে প্রস্তাবিত বাজেটের ওপর দীর্ঘ আলোচনা করবেন সংসদ সদস্যরা। বাজেট অধিবেশন কতদিন চলবে তা নির্ধারিত হবে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে।

আজ অধিবেশন শুরুর আগে বিকাল ৪টায় সংসদ ভবনে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসবে। কমিটির সভাপতি ও সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য সদস্যরা অংশ নেবেন। বৃহস্পতিবার বাজেট পেশের আগে ওইদিন সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠকে তা অনুমোদন দেওয়া হবে।

- Advertisement -islamibank

বাজেট অধিবেশন উপলক্ষে সংসদ সচিবালয় নানা প্রস্তুতি নিয়েছে। বাজেট পেশের দিন রাষ্ট্রপতি, প্রধান বিচারপতিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সংসদ ভবনে উপস্থিত থাকবেন। এই বিষয়টি বিবেচনায় রেখে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া বাজেট সম্পর্কে জানতে সংসদ সদস্যদের সুবিধার্থে সংসদ ভবনে হেল্প ডেস্ক খোলা হয়েছে।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM