আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে এ পর্যন্ত চট্টগ্রাম জেলার ১৪টি উপজেলার ৪ হাজার ৪৪৮টি পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে। এর মধ্যে ২০১৮-১৯ অর্থবছরে ৫টি উপজেলার ২৭৬টি পরিবারকে পুনর্বাসিত করা হয়।
বুধবার (১২ জুন) চট্টগ্রাম সার্কিট হাউজে আশ্রয়ন-২ প্রকল্প বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশগ্রহণে আয়োজিত কর্মশালায় জেলা প্রশাসন থেকে এ তথ্য জানানো হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান, কর্মশালার সমন্বয়ক মো. মাহবুব হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবুল কালাম আজাদ, চট্টগ্রাম জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, জেলা সমাজসেবা কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত ছিলেন।
এতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকল্প পরিচালক (আশ্রয়ণ-২) মো. মাহবুব হোসেন প্রধান উপস্থাপক ও কর্মশালার সমন্বয়ক ছিলেন।