নগরের তিন ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। ঔষধ প্রশাসনের লাইসেন্সের র্শত অমান্য করে ব্যবসা পরিচালনা এবং অনুমোদনহীন বিদেশি ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে এ জরিমানা করা হয়।
বুধবার (১২ জুন) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলজে হাসপাতাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় সার্জিক্যালকে ১৫ হাজার টাকা, সাথী মেডিকেল হলকে ২০ হাজার টাকা ও ডায়মন্ড ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান বলেন, অভিযানে ঔষধ প্রশাসন কর্তৃক ইসুকৃত লাইসেন্সের শর্ত অমান্য করে ব্যবসা পরিচালনা এবং অনুমোদনহীন বিদেশি ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসঙ্গে প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার ব্যাপারে সর্তক করা হয়।
অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসানের নেতৃত্বে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন, চট্টগ্রামের ঔষধ তত্ত্বাবধায়ক হোসাইন মোহাম্মদ ইমরানসহ সিএমপির সদস্যরা।