ভারতের গুজরাটে তীব্র গতিতে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় বায়ু।
দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরের মধ্যেই গুজরাটের পোরবন্দর ও কচ্ছ উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়বে এই শক্তিশালী ঘূর্ণিঝড়।
ঘণ্টায় ১৫৬ কিলোমিটার গতিতে এগিয়ে আসছে বায়ু। উত্তাল হয়ে উঠেছে সমুদ্রও। এরইমধ্যে এখন পর্যন্ত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ঘূর্ণিঝড়ের তাণ্ডব থেকে সাধারণ মানুষকে বাঁচাতে প্রশাসনএখন পর্যন্ত তিন লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে।
ঘূর্ণিঝড় আঘাত হানার আশঙ্কায় ৭০টি ট্রেন সেবা বাতিল করা হয়েছে। উপকূলবর্তী এলাকাগুলোতে স্কুল-কলেজ ও বিমানবন্দরও বন্ধ রাখা হয়েছে। এছাড়া জেলেদের সমুদ্রে না যাওয়ারও পরামর্শ দেয়া হয়েছে।
জয়নিউজ/পলাশ