বাজেট ঘোষণায় আওয়ামী লীগের রেকর্ড

দেশের ইতিহাসে সবচেয়ে বেশিবার বাজেট ঘোষণার রেকর্ড ক্ষমতাসীন আওয়ামী লীগের। স্বাধীনতার পর থেকে ৪৭টি বাজেট পেশ হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) জাতীয় সংসদে পেশ হতে যাচ্ছে ৪৮তম বাজেট। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের এটি ২১তম বাজেট। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের এটা ১৭তম বাজেট।

- Advertisement -

স্বাধীনতার পর ১৯৭২-৭৩ অর্থবছরে গণপরিষদে উপস্থাপন করা হয় বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট। ১৯৭২ সালের ৩০ জুন ৭৮৬ কোটি টাকার প্রথম বাজেট ঘোষণা করেন তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ।

- Advertisement -google news follower

১৯৯৬ সালে দ্বিতীয় দফা ক্ষমতায় আসে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। ১৯৯৭ সালের ২৮ জুলাই তৎকালীন অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া ঘোষণা করেন শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট। ১৯৯৬-৯৭ অর্থবছরের ২৪ হাজার ৬০৩ কোটি টাকার বাজেট দেন তিনি।

এরপর ২০০৯ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় এলে ১ লাখ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পরবর্তী কয়েক অর্থবছর ধারাবাহিকভাবে তা বেড়ে বেশ বড় আকার নেয়। নবম জাতীয় সংসদের শেষ বাজেটেই রেকর্ড ২ লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী মুহিত।

- Advertisement -islamibank

২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় নির্বাচনে টানা দ্বিতীয় দফায় আওয়ামী লীগ সরকার গঠন করে। ক্ষমতায় এসে তৃতীয়বারের মতো অর্থমন্ত্রীর দায়িত্ব পাওয়া আবুল মাল আবদুল মুহিতের ২০১৪-১৫ অর্থবছরের বাজেট প্রস্তাব আড়াই লাখ কোটি টাকার ওপরে। ২০১৭-১৮ অর্থবছর বাজেটের পরিমাণ দাঁড়ায় ৪ লাখ ২৬৬ কোটি টাকায়। আর গত মেয়াদের শেষ অর্থবছর ২০১৮-১৯ এ আওয়ামী লীগ ২০তম বাজেট পেশ করে। যার আকার ধরা হয় ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা।

আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে ২১তম বাজেট প্রস্তাব পেশ হতে যাচ্ছে আজ। টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর আগামী অর্থবছরের জন্য নতুন সরকারের প্রথম বাজেটের আকার ৫ লাখ ২৩ হাজার কোটি টাকারও বেশি হতে পারে। বিকালে জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আর অর্থমন্ত্রী হিসেবে এটিই হচ্ছে তাঁর প্রথম বাজেট ঘোষণা।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM