২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিদেশ থেকে সোনা আনার ক্ষেত্রে বাড়তি সুবিধা দেওয়া হয়েছে। এখন থেকে আগের চেয়ে কম খরচে সোনা আনতে পারবেন যাত্রীরা।
বৃহস্পতিবার (১৩ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।
প্রতি ভরি সোনা আনার ক্ষেত্রে বর্তমানে ৩ হাজার টাকা শুল্ক দিতে হলেও প্রস্তাবিত বাজেট অনুযায়ী আগামী অর্থবছরে ভরিপ্রতি ২ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।
একজন যাত্রী বর্তমানে বিদেশ থেকে সর্বোচ্চ ১০০ গ্রাম সোনার গয়না বিনা শুল্কে আনতে পারেন। এ ছাড়া শুল্ক দিয়ে সর্বোচ্চ ২৩৪ গ্রাম বা ২০ ভরি ওজনের সোনার বার আনতে পারেন। এই শর্ত অপরিবর্তিত রেখে শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে।