অবৈধ বসতি উচ্ছেদের সময় নিজের গায়ে নিজেই ইট দিয়ে আঘাত করে ক্ষোভ প্রকাশ করেছেন এক হিজড়া। ওই হিজড়ার পরিচয় জানা যায়নি। সোমবার (৩ সেপ্টেম্বর) সকালে নগরীর বন্দর টোল রোডের পাশে গড়ে ওঠা পতিতালয়সহ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় এ ঘটনা ঘটে। জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
স্থানীয় কাউন্সিলর শফিউল আলম জয়নিউজকে বলেন, টোল রোডের পাশে অনেকগুলো অবৈধ স্থাপনা গড়ে ওঠে। এসব স্থাপনায় গড়ে ওঠে ভাসমান পতিতালয়। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। অভিযান চলাকালে পুলিশের সঙ্গে বাকবিতন্ডায় জড়ায় অবৈধ দখলদাররা। এ সময় একজন হিজড়া নিজের গায়ে নিজেই ইট দিয়ে আঘাত করে প্রতিবাদ করে। এর পরপর ওই এলাকায় হিজড়া সম্প্রদায় ও অবৈধ দখলদাররা হট্টগোল বাধানোর চেষ্টা চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উচ্ছেদ অভিযান চলাকালে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করে রেলওয়ে ও বন্দর থানা পুলিশ।
জয়নিউজ/জেডএইচ