রাউজানে ১০ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড

রাউজানে মাদক নির্মূল কমিটির অভিযানে ১০ জন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

- Advertisement -

শুক্রবার (১৪ জুন) আটককৃতদের রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের আদালতে হাজির করা হলে আদালত দশজনকে বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

- Advertisement -google news follower

জানা যায়, হলদিয়ায় স্থানীয় চেয়ারম্যান শফিকুল ইসলামের নেতৃত্বে মাদক নির্মূল কমিটির সদস্যরা ঈদের পর থেকে অভিযান চালিয়ে দশজন মাদক বিক্রেতা ও মাদকসেবীকে আটক করে পুলিশের হাতে সোর্পদ করেন।

আটককৃতদের মধ্যে হলদিয়ার গর্জনিয়া এলাকার আবদুল হাদির ছেলে আবদুল কাদেরকে (৩২) ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, একই এলাকার মফিজুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমানকে (২৮) ৬ মাসের কারাদণ্ড, দাড়ির টিলার ফজল আহম্মদের ছেলে আসলামকে (৩০) তিন মাসের কারাদণ্ড, এয়াসিন নগর কারিগর বাড়ির রনিকে (২৪) চার মাসের কারাদণ্ড, উত্তর সর্তার আবুল খায়েরের ছেলে হারুনকে (২৬) তিন মাসের কারাদণ্ড, একই এলাকার মৃত ফোরক আহম্মদের ছেলে নুরুল আলম নুরুকে (৬০) তিন মাসের কারাদণ্ড, জামাল উদ্দিনের ছেলে জামসেদকে (২৫) তিন মাসের কারাদণ্ড, মুহাম্মদ ইউছুপের ছেলে জনিকে (২৫) এক মাসের কারাদণ্ড, মোহাম্মদ মিয়ার ছেলে মোসলেম উদ্দিনকে (৩০) এক মাসের কারাদণ্ড ও হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা এলাকার আবুল কাসেমের ছেলে মাদক ব্যবসায়ী আবু তৈয়বকে (২৪) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

জয়নিউজ/শফিউল/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM