২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ব্যবসাবান্ধব ও জনকল্যাণমুখী বলে অভিহিত করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
শনিবার (১৫ জুন) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বাজেটের ২০টি ইতিবাচক দিক তুলে ধরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে এফসিসিসিআই।
সংবাদ সম্মেলনে এফবিসিসিআই নেতৃবৃন্দ বলেন, এবারের বাজেট দেশের অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নকে ত্বরান্বিত করবে বলে তারা আশা করছেন।
তবে বাজেটের ঘাটতি পূরণে দেশের ব্যাংক ঋণের উপর নির্ভরতা কমাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটি।
এবারের বাজেট যুগোপযোগী হয়েছে উল্লেখ করে এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনী, গবেষণা ও উন্নয়ন, উদ্ভাবন, আইসিটি, অবকাঠামো, আর্থ-সামাজিক, দারিদ্র্য বিমোচন, মানবসম্পদ, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এফবিসিসিআইর সহসভাপতি সিদ্দিকুর রহমান বলেন, অতীতের বাজেটগুলোর সঙ্গে তুলনা করলে এই বাজেটে কিছু কিছু ক্ষেত্রে ব্যবসার সুযোগ-সুবিধা বেড়েছে। কিছু ক্ষেত্রে সমস্যা থাকলেও তা আলোচনার মাধ্যমে সংশোধনের সুযোগ এখনও আছে।