মুর্তজার মৃত্যুদণ্ড রদ

মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে না সৌদি কিশোর মুর্তজা কুরেইরিসকে। বরং তাকে ২০২২ সালে মুক্তি দেওয়া হতে পারে। শনিবার (১৫ জুন) দেশটির একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

- Advertisement -

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, নাশকতার অভিযোগে আটক মুর্তজাকে ২০১৪ সালে ১২ বছরের সাজা দেওয়া হয়। পরে তার বয়স বিবেচনা করে ৪ বছরের সাজা কমিয়ে দেওয়া হয় এবং বাকি সাজার সময়সীমা শেষ হবে ২০২২ সালে।

- Advertisement -google news follower

সম্প্রতি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ কয়েকটি অধিকার সংগঠন জানায়, সৌদি ওই কিশোরের বিরুদ্ধে ভিন্ন ভিন্ন অভিযোগ এনে দেশটির পুলিশ প্রসিকিউটর তার মৃত্যুদণ্ড চায়। এ ব্যাপারে আপিলও করা হয়।

ইতোমধ্যে সৌদি আরব দেশটির ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল আহমেদ খাশোগির হত্যাকাণ্ড নিয়ে ব্যাপক সমালোচনার মুখে রয়েছে। তার ওপর কিশোরের মৃত্যুদণ্ড। কর্তৃপক্ষের এমন পরিকল্পনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় বিভিন্ন মানবাধিকার সংগঠনসহ আন্তর্জাতিক সম্প্রদায়।

- Advertisement -islamibank

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM