ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৭ জুন)দুপুর আড়াইটার দিকে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জগলুল হোসেন এই আদেশ দেন। একইসঙ্গে ৩০ জুন মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন আদালত। ওইদিনই আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা হবে।
এর আগে শাহবাগ থানা থেকে বেলা সাড়ে ১২টার দিকে সোনাগাজীর সাবেক ওসিকে আদালতে হাজির করা হয়। পরে তাকে রাখা হয় মহনগর দায়রা জজ আদালতের হাজতখানায়।
রোববার (১৬ জুন) গ্রেপ্তারের পর সোমবার সকালে ওসি মোয়াজ্জেমকে ফেনীর সোনাগাজী থানা পুলিশের কাছে হস্তান্তর করে শাহবাগ থানা পুলিশ।
সোনাগাজীতে পুড়িয়ে হত্যা করা মাদ্রাসাছাত্রী নুসরাত জাহানের জবানবন্দির ভিডিও ইন্টারনেটে ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা এক মামলার আসামি মোয়াজ্জেম হোসেন। বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকে তিনি পলাতক ছিলেন।
জয়নিউজ/আরসি