বিমানবন্দর থেকে দেড় কেজি স্বর্ণ উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৩টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টম কর্মকর্তারা।
মঙ্গলবার (০৪ সেপ্টেম্বর) সকাল নয়টার দিকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার নাছির উদ্দিন মাহমুদ চৌধুরী জয়নিউজকে জানান, দোহা থেকে চট্টগ্রাম আসা ইউএস বাংলার একটি ফ্লাইটে অবৈধ স্বর্ণ ছিল- এমন তথ্যের ভিত্তিতে সতর্ক হয় কাস্টমস কর্মকর্তারা। পরে স্ক্যানিংয়ের সময় একটি কার্টন থেকে ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তিনি আরও জানান, কার্টনটির ভেতর থাকা চার্জার লাইটের ব্যাটারির মধ্যে লুকানো ছিলো এসব স্বর্ণ।
যেগুলোর ওজন ১ কেজি ৫১৭ গ্রাম। কেউ মালিকানা দাবি না করায় কাউকে এ ঘটনায় তাৎক্ষণিক আটক করা সম্ভব হয়নি। এ স্বর্ণ চোরাচালানের সাথে জড়িতদের ধরতে কাস্টমস কর্মকর্তারা পুলিশের সহায়তায় তদন্ত করবে।
জয়নিউজবিডি/এমএফ/এফও
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM