পঞ্চম ও শেষ ধাপে ২০ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৪টা পর্যন্ত।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী এই ধাপে ১৬ উপজেলায় ভোট হওয়ার কথা ছিল। কিন্তু আগের চার ধাপের স্থগিত হওয়া সাতটি উপজেলা যোগ হয়ে এই সংখ্যা দাঁড়ায় ২৩টিতে।
কিন্তু কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান সব পদেই একক প্রার্থী থাকায় ভোট লাগবে না। ফলে আজ নির্বাচন হচ্ছে ২০ উপজেলায়।
এরমধ্যে ৬টি উপজেলায় ইভিএমে ভোটগ্রহণ করা হচ্ছে।
এর আগে গত ১০ মার্চ, ১৮ মার্চ, ২৪ মার্চ ও ৩১ মার্চ দেশের প্রায় সাড়ে ৪শ’ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পুলিশ ও আনসারের পাশাপাশি ৬৪ প্লাটুন বিজিবি আর র্যাবের ৮০টি দল কাজ করছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
জয়নিউজ/আরসি