আফগানদের বিপক্ষে ব্যাটিংয়ে ইংলিশরা

বিশ্বকাপ ছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ড-আফগানিস্তানের দেখা হয়েছিল এখন পর্যন্ত মাত্র একবার। ২০১৫ বিশ্বকাপে সে ম্যাচে হেসে-খেলেই জয় তুলে নিয়েছিল ইংলিশরা।

- Advertisement -

মঙ্গলবার (১৮ জুন) ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে আফগানদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান।  এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইংলিশদের সংগ্রহ ৩৮ ওভারে ২ উইকেটে ২৩০ রান।

- Advertisement -google news follower

ইংল্যান্ড দলে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ওপেনার জেসন রয় না থাকায় একাদশে পরিবর্তন এনেছে স্বাগতিকরা। রয়ের পরিবর্তে জনি বেয়ারস্টোর সঙ্গে ইনিংস ওপেন করছেন জেমস ভিন্স। এ ছাড়াও একাদশ থেকে বাদ পড়েছেন লিয়াম প্লাঙ্কেট। তার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন স্পিন অলরাউন্ডার মঈন আলি।

এদিকে একাদশে তিন পরিবর্তন এনেছে আফগানিস্তান। আফতাব, হজরতউল্লাহ জাজাই ও হামিদ হাসানের পরিবর্তে একাদশে ডাক পেয়েছেন দৌলত জাদরান, নাজিবুল্লাহ জাদরান ও মুজিব উর রহমান।

- Advertisement -islamibank

ইংল্যান্ড একাদশ: জেমস ভিন্স, জনি বেয়ারেস্টো, জো রুট, ইয়ন মরগ্যান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), ক্রিস ওকস, মঈন আলি, জোফরা আর্চার, মার্ক উড, আদিল রশিদ।

আফগানিস্তান একাদশ: রহমত শাহ, নুর আলী জাদরান, হাশমতউল্লাহ জাজাই, আসগর আফগান, মোহাম্মদ নবী, ইকরাম আলী খীল (উইকেটরক্ষক), গুলবদিন নাইব (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, রশিদ খান, মুজিব-উর রহমান, দৌলত জাদরান।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM