মুনিরিয়া যুব তবলীগের কমিটি নিষিদ্ধের দাবিতে মানববন্ধন

মুনিরিয়া যুব তবলীগ কমিটির সন্ত্রাসী কার্যক্রম নিষিদ্ধের দাবিতে ঢাকায় গাউছিয়া কমিটির মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (১৮ জুন) সকালে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন গাউছিয়া কমিটি বাংলাদেশ ঢাকা মহানগর শাখার সভাপতি আবদুল মালেক বুলবুল।

- Advertisement -google news follower

এ সময় বক্তারা চট্টগ্রামের রাউজানে মুনিরিয়া সন্ত্রাসীরা আহলে সুন্নত সমন্বয় কমিটির সদস্য সচিব ও গাউছিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সচিব আইনজীবি অ্যাডভোকেট মোসাহেব উদ্দিন বখতেয়ারের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানান।

বক্তারা আরো বলেন, মুনিরিয়ার সন্ত্রাসীরা হত্যা, জমি দখল, মিথ্যা মামলা দিয়ে এলাকার নিরীহ মানুষের উপর নির্যাতন চালিয়ে আসছে। মুনিরিয়ার সন্ত্রাসীরা মুক্তিযোদ্ধার উপরও হামলা চালিয়েছে। স্বাধীনতা সংগ্রামের সময়ে কাগতিয়া মাদরাসা রাজাকার ক্যাম্পে কাগতিয়ার পীরের নেতৃত্বে রাজাকার বাহিনীর সদস্যরা মুক্তিযোদ্ধা মুছা খানকে হত্যা করে।

- Advertisement -islamibank

বক্তারা মুনিরিয়া যুব তবলীগ কমিটি আইএসের দোসর উল্লেখ করে জঙ্গিবাদী এ সংগঠনের কমিটিকে নিষিদ্ধের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন মো. হোসেন, আবদুল হাকিম, আবু নাসের, মুহাম্মদ মুসা, মুহাম্মদ ইমরান হুসাইন তুষার, আবুল কাসেম, অ্যাডভোকেট ইকবাল হাছান, শাহাজালাল, মুহিবুল্লাহ সিদ্দিকি, হাবিবুর রহমান, আবু ইউছুফ, মোহাম্মদ হাসান ও খন্দকার মোবারক হুসাইন প্রমুখ।

জয়নিউজ/শফিউল/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM