তাসফিয়ার বাবার বিরুদ্ধে দুদকের মামলা

পতেঙ্গায় নিহত স্কুল শিক্ষার্থী তাসফিয়া আমিনের বাবা মো. আমিনের (৪২) বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৯ জুন) ডবলমুরিং থানায় বাদি হয়ে মামলাটি দায়ের করেন দুদক সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন।

- Advertisement -

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে মামলাটি করা হয়েছে। মামলায় মো. আমিনের বিরুদ্ধে ৬ কোটি ৩৫ লাখ ৭৯ হাজার ৮৪ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৩২ লাখ ২৯ হাজার ৩৫৩ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) মো. জহির হোসেন।

- Advertisement -google news follower

তিনি বলেন, অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের দায়ে তাসফিয়ার বাবা মো. আমিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। দুদক সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপ-সহকারী পরিচালক মো. শরীফ  উদ্দিন বাদি হয়ে বুধবার (১৯ জুন) সকাল ১০টায় মামলাটি দায়ের করেন।

আসামি মো. আমিন কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের ডেইলপাড়া এলাকার কালা মোহাম্মদ আলীর ছেলে।

- Advertisement -islamibank

গত বছরের ২ মে পতেঙ্গা থেকে মরদেহ উদ্ধার হওয়া স্কুল শিক্ষার্থী তাসফিয়া আমিনের বাবা মো.আমিন।

মামলার এজাহার অনুযায়ী, ২০১৮ সালের ২০ জুন দুদক সমন্বিত জেলা কার্যালয়-২ এ সম্পদ বিবরণী দাখিল করেন মো. আমিন। সম্পদ বিবরণীতে নিজ নামে মোট ১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার ৫৮৫ টাকার অস্থাবর সম্পদ প্রদর্শন করেন তিনি। কিন্তু দুদকের অনুসন্ধানে ১ কোটি ৭৩ লাখ ৮২ হাজার ৯৩৮ টাকার সম্পদের তথ্য পান দুদকের অনুসন্ধান কর্মকর্তা মো. শরীফ উদ্দীন। এছাড়া ৬ কোটি ৩৫ লাখ ৭৯ হাজার ৮৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্যও পান দুদক কর্মকর্তা।

জয়নিউজ/রুবেল/পলাশ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM