সাতকানিয়ায় ‘তথ্য অধিকার আইন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ জুন) তথ্য কমিশনের আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনের সাবেক যুগ্ম সচিব মো. আবুল হোসেন।
সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবারক হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উন নবী খোকন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুল হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. নুরুদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আরিফ, নির্বাচন কর্মকর্তা মো. শেখ ফরিদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজিম শরীফ, পল্লী উন্নয়ন কর্মকর্তা মিলন চন্দ্র গোপ, উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজের শিক্ষক মোহাম্মদ হারুনর রশিদ প্রমুখ।
কর্মশালায় প্রশিক্ষক ছিলেন তথ্য কর্মকর্তা তরিকুল ইসলাম।
এদিকে কর্মশালা শেষে সাতকানিয়া সরকারি কলেজ মিলনায়তনে ‘তথ্য অধিকার আইন ২০০৯’ বিষয়ক জনঅবহিতকরণ সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।