চট্টগ্রামকে তামাকমুক্ত শহর করে তোলার প্রত্যয় ব্যক্ত

সম্মিলিত প্রচেষ্টায় চট্টগ্রামকে তামাকমুক্ত শহর করে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. আজিজুর রহমান সিদ্দিকী।

- Advertisement -

বৃহস্পতিবার (২০ জুন) সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলনকক্ষে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

- Advertisement -google news follower

সিভিল সার্জন বলেন, ফুসফুসের বিভিন্ন রোগের প্রধান কারণ তামাকের ব্যবহার ও পরোক্ষ ধূমপান। তামাকজনিত বিভিন্ন রোগের কারণে দেশে প্রতিবছর প্রায় ১ লাখ ৬১ হাজার মানুষ মারা যায়। এ অবস্থায় তামাক নিয়ন্ত্রণে সবাইকে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে এবং তামাকমুক্ত
বাংলাদেশ গড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণাকে বাস্তবায়ন করতে হবে।

সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডা. মো. ওয়াজেদ চৌধুরীর সঞ্চালনায় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এমওডিসি ডা. মো. নুরুল হায়দার।

- Advertisement -islamibank

বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. গোলাম মো. তৈয়ব আলী, ইপসার প্রোগ্রাম অফিসার মো. ওমর শাহেদ হিরো, বিটার প্রকল্প সমন্বয়ক প্রদীপ আচার্য।

সভার আগে চট্টগ্রামের বিভিন্ন তামাকবিরোধী সংগঠনের সমন্বয়ে সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে থেকে র‌্যালি হয়। র‌্যালি উদ্বোধন করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাশহুদুল কবীর। উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবির।

উল্লেখ্য, দিবসটি পালনে সিভিল সার্জন কার্যালয়কে সহযোগিতা প্রদান করে বেসরকারি উন্নয়ন সংস্থা বিটা, ইপসা, ইলমা, মমতা এবং ক্যাব। বিটা, ইপসা, ইলমা ও ক্যাব তামাকমুক্ত চট্টগ্রাম নগর গড়ায় কাজ করছে।- প্রেস বিজ্ঞপ্তি

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM