গ্র্যান্ড মস্ক হাসান-২ বা দ্বিতীয় হাসান মসজিদ এককথায় বিস্ময়কর। দৃষ্টিনন্দন পানিতে ভাসমান এ মসজিদটির অবস্থান মরক্কোয়। দূরের কোনো জাহাজ থেকে দেখলে মনে হয়, ঢেউয়ের বুকে যেন মসজিদটি দুলছে আর মুসল্লিরা নামাজ পড়ছেন পানির ওপর।
মরক্কোর পঞ্চম রাজা মোহাম্মদের স্মরণে রাজা হাসান-২ এ মসজিদ নির্মাণ করেন। মরক্কোর অন্যতম উচ্চাবিলাসী প্রকল্প ছিল এ মসজিদ নির্মাণ। ১০ হাজার শিল্পী ও কারিগর অংশ নেন এ মসজিদের নান্দনিক সৌন্দর্য সৃষ্টির কাজে। এরমধ্যে মরক্কোর বাছাই করা ৬ হাজার কারিগর পাঁচ বছর ধরে অনবরত কাজ করেছেন। এর নির্মাণ খরচ ৫ হাজার ৫০০ কোটি টাকা।
এ মসজিদে প্রবেশের পর পর্যটকদের কিছুক্ষণের জন্য হলেও স্তব্ধ হয়ে থাকতে হয় এর বিস্ময়কর আয়োজন দেখে। এর স্থাপত্যশৈলী, নান্দনিকতা, অলঙ্করণ, মূল্যবান দ্রব্যাদি আর রঙের ব্যবহার পৃথিবীর বড় বড় তারকা হোটেল আর রাজপ্রাসাদের সৌন্দর্যকেও হার মানায়।
জয়নিউজ/আরসি