পাহাড়ে আবহাওয়া উপযোগী প্রযুক্তি উদ্ভাবনে আঞ্চলিক রেশম গবেষণা কেন্দ্রের কার্যক্রম ও অবদান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ জুন) চন্দ্রঘোনা আঞ্চলিক রেশম গবেষণা কেন্দ্রে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, রাজশাহীর পরিচালক মো. মুনসুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল হক। বিশেষ অতিথি ছিলেন চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী। বক্তব্য রাখেন চন্দ্রঘোনা আঞ্চলিক রেশম গবেষণা কেন্দ্রের উর্ধ্বতন গবেষণা কর্মকর্তা মো. আব্দুল আলিম।
এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ রেশম গবেষণা কেন্দ্র, রাজশাহীর উর্ধ্বতন গবেষণা কর্মকর্তা আফতাব উদ্দিন, হিসাবরক্ষণ কর্মকর্তা আবু তালেব, সহকারী প্রকৌশলী কাজী রফিকুল ইসলাম ও অফিস তত্ত্বাবধায়ক আশরাফুল ইসলাম প্রমুখ।