দুই সিংহের লড়াইয়ে লঙ্কার জয়

গ্রুপ পর্বের ২৭তম ম্যাচে এসে জমে উঠেছে বিশ্বকাপের আসর। ইংল্যান্ড ও শ্রীলঙ্কা দুই দলের প্রতীকই সিংহ। শুক্রবার দুই সিংহের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় হয়েছে শ্রীলঙ্কার। স্বাগতিক ইংল্যান্ডকে ২০ রানে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছে লঙ্কানরা। আর এতে উন্মুক্ত হল পয়েন্ট টেবিল। এ জয়ে টিকে থাকল লঙ্কানদের সেমিতে যাওয়ার স্বপ্ন।

- Advertisement -

শ্রীলঙ্কার ২৩২ রানের জবাবে ৪৭ ওভারে সব উইকেট হারিয়ে ইংলিশরা সংগ্রহ করে ২১২ রান। ২০ রানের জয় পায় হাতুড়েসিংহের শিষ্যরা।

- Advertisement -google news follower

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় ইংল্যান্ড। মালিঙ্গার বলে ফিরে যান বেয়ারস্টো। দলীয় ২৬ রানে আবারো মালিঙ্গার আঘাত। ভিন্স ফিরে যান ব্যক্তিগত ১৪ রান করে। দলীয় ৭৩ রানে অধিনায়ক মরগানও (২১) ফিরে গেলে চাপে পড়ে ইংলিশরা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ব্যক্তিগত ৫৭ রান করে রুট যখন আউট হন তখন ইংল্যান্ডের আশা হয়ে ছিলেন বেন স্টোকস। তবে যোগ্য সঙ্গীর অভাবে দলকে জয়ের বন্দরে ভেড়াতে পারেননি এই অলরাউন্ডার। শেষ ব্যাটসম্যান উড শূন্য রানে আউট হলে ৮২ রানে অপরাজিত থাকেন স্টোকস।

৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন লাসিথ মালিঙ্গা। ধনঞ্জয়া ডি সিলভা নিয়েছেন ৩ উইকেট, ইসুরু উদানা পেয়েছেন ২ উইকেট, অন্যটি নিয়েছেন নুয়ান প্রদীপ।

- Advertisement -islamibank

এর আগে লিডসে শুক্রবার (২১ জুন) বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় টস হেরে ফিল্ডিংয়ে নামে স্বাগতিক ইংল্যান্ড। অ্যাঞ্জেলো ম্যাথুজের অপরাজিত ৮৫ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে লঙ্কানরা তোলে ২৩২ রান।

ইনিংসের শুরুতেই উইকেট হারায় লঙ্কানরা। দ্বিতীয় ওভারের শেষ বলে দলীয় মাত্র ৩ রানের মাথায় জোফরা আর্চারের বলে ক্যাচ দিয়ে ফিরে যান অধিনায়ক দিমুথ করুনারত্নে। পরের ওভারে ক্রিস ওকসের দ্বিতীয় বলে বলে মঈন আলীর হাতে ক্যাচ দিয়ে ফেরেন উদ্বোধনী ব্যাটসম্যান কুশল পেরেরা।

ব্যাটিং বিপর্যয়ের পর লঙ্কানদের হাল ধরেন আভিস্কা ফার্নান্দো। মাত্র ৩৯ বলে ৪১ রান করে ফিরে যান এই ব্যাটসম্যান। ইনিংসের ৩০তম ওভারে আদিল রশিদ পর পর দুই বলে সাজঘরে ফেরান ৪৬ রান করা কুশল মেন্ডিস এবং জীবন মেন্ডিসকে। দলীয় ১৩৫ রানের মাথায় পঞ্চম উইকেট হারায় লঙ্কানরা। ব্যক্তিগত ২৯ রানে ফেরেন ধনাঞ্জয়া ডি সিলভা। এরপর দ্রুত বিদায় নেন থিসারা পেরেরা (২), ইসুরু উদানা (৬) ও লাসিথ মালিঙ্গা (১)। তবে উইকেটের এক প্রান্ত ধরে রাখেন সাবেক দলপতি অ্যাঞ্জেলো ম্যাথুজ। ১১৫ বলে ৫টি চার আর ১টি ছক্কায় করেন অপরাজিত ৮৫ রান।

মার্ক উড ও জোফরা আর্চার নেন ৩টি করে উইকেট। স্পিনার আদিল রশিদ ১০ ওভারে ৪৫ রান দিয়ে নেন ২ উইকেট। ক্রিস ওকস পান ১ উইকেট।

জয়নিউজ/এমজেএইচ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM