বিএনপি স্থায়ী কমিটির মুলতুবি বৈঠক বিকালে

বিএনপির স্থায়ী কমিটির মুলতুবি বৈঠক বসছে শনিবার (২২ জুন) বিকাল ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে।

- Advertisement -

বৈঠকের মূল এজেন্ডা জাতীয় ঐক্যফ্রন্ট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। ঐক্যফ্রন্ট ভেঙে দেওয়া হবে, নাকি রাখা হবে। রাখলেও কোন প্রক্রিয়ার জোটের কার্যক্রম চলবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া খালেদা জিয়ার মুক্তির দাবিসহ ছাত্রদলের কমিটি নিয়ে হবে আলোচনা। বৈঠকে ছাত্রদলের কমিটি নিয়ে বিদ্যমান সংকটের বিষয়টি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আনা হবে। স্কাইপের মাধ্যমে লন্ডন থেকেই বৈঠকে যুক্ত হবেন তারেক রহমান।

- Advertisement -google news follower

বৈঠকে সদ্য পদোন্নতি পাওয়া স্থায়ী কমিটির দুই সদস্যকেও থাকতে বলা হয়েছে।

বৈঠকের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, বৈঠকে খালেদা জিয়ার মক্তির বিষয়, দলের সাংগঠনিক অবস্থা, ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট নিয়ে আলোচনা হবে।

- Advertisement -islamibank

তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আলোচনার বিষয়বস্তু তো আগে থেকে নির্ধারিত নয়। বৈঠকে বসলেই আলোচনার বিষয়বস্তু বোঝা যাবে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, খালেদা জিয়া চান জাতীয় ঐক্যফ্রন্ট থাকুক। সর্বশেষ বিএসএমএমইউতে বিএনপি মহাসচিবসহ স্থায়ী কমিটির দুই নেতা তাঁর সঙ্গে দেখা করতে গেলে তিনি জোটকে আরও শক্তিশালী করতে বলেন। কিন্তু স্থায়ী কমিটির দুয়েকজনসহ দলের সম্পাদকমণ্ডলীর কয়েকজন নেতা ঐক্যফ্রন্ট ভেঙে দিতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, গত ১৫ জুন স্থায়ী কমিটির বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের মধ্যে কার সিদ্ধান্তে দলীয় সংসদ সদস্যরা শপথ নিয়েছেন, তা নিয়ে বাকবিতণ্ডা হয়। যার প্রভাব বৈঠকেও পড়ে। এ কারণে বৈঠক মুলতুবি করা হয়। ফলে বিভিন্ন বিষয়ে আলোচনা হলেও ওইদিন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM